বাসমালিকদের লোভ মানসিক প্রবণতায় পরিণত হয়েছে: কাদের

Kader-samakal-5cf501d0ab5c2

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাসমালিকেরা লোভী। তাদের লোভের সীমা বহু দূর চলে গেছে। এখন বাসমালিকদের লোভ মানসিক প্রবণতায় পরিণত হয়েছে। সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বাসমালিকদের লোভ নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে মন্তব্য করে কাদের বলেন, বাসে যেন অতিরিক্ত ভাড়া নেওয়া না হয়, সে জন্য বিভিন্ন টার্মিনালে ঘুরেছি। বাসমালিকেরা বোঝাতে চেয়েছেন, যাওয়ার সময় যাত্রী থাকলেও, আসার সময় বাস নিয়ে খালি আসতে হয়। আমি তাদের বলেছি, সারা বছরই তো ব্যবসা করেছেন, ঈদের সময় মুনাফার ক্ষেত্রে একটু সংযমী হন।

মন্ত্রী বলেন, আমাদের দেশে শৃঙ্খলার অভাব। পরিবহন ও সড়ক উভয় ক্ষেত্রেই কোথাও কোনো শৃঙ্খলা নেই। এটি ফেরাতে পারলে দেশ এগিয়ে যাবে। বিশ্বের অনেক দেশেই সড়ক প্রশস্ত নয়। কিন্তু সেখানে দুর্ঘটনা কম। গাড়িতে গাড়িতে ঠোকাঠুকি নেই।

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে ঢাকায় হিমাচল পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএকে বলা হয়েছে।

Pin It