যুক্তরাজ্যের আমাদের নিয়ে চিন্তা করার দরকার নেই: আইনমন্ত্রী

law-anisul-5cf91b76dd60e

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বা গণতন্ত্র ব্যঘাত ঘটেছে এ রকম কোন নজির নেই। আমার মনে হয় যুক্তরাজ্যের উচিৎ নিজেদের সমস্যা নিয়ে চিন্তা করা, আমাদের নিয়ে চিন্তা করার দরকার নেই।

বৃহস্পতিবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে টিন ও গৃহনির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, ঢাকা বসে রাজনীতি করার দিন শেষ। ওনাদের (ড. কামাল হোসেনদের) জনগণের সঙ্গে কোন সম্পৃক্ততা নেই। অনেকেই আছেন যারা ড. কামালের চেহেরা দেখেননি। শুধু খবরের কাগজ ও টেলিভিশনে দেখেছেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা প্রমুখ উপস্থিত ছিলেন।

Pin It