সিপিডিতে গবেষণা হয় কি-না সন্দেহ তথ্যমন্ত্রীর

hasan_mahmud-5d05130c6398e

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্র্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের সবাই বাংলাদেশের প্রশংসা করেছেন। কিন্তু প্রশংসা করতে পারে না একটি পক্ষ।

তিনি বলেন, বহির্বিশ্ব দেশকে নিয়ে ইতিবাচক বললেও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ধারণা সবসময় নেগেটিভ। বাজেট দেওয়ার পর সংবাদ সম্মেলন করে বাজেটের নানা সমালোচনা করছে সিপিডি। প্রতিষ্ঠানটির আদৌ কোনো গবেষণা হয় কি-না তা নিয়ে সন্দেহ রয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় শেষ হওয়া ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রতিবছর বাজেট পেশ হওয়ার পর নানা সমালোচনা করছে সিপিডি। সংস্থাটির ডিস্টিংগুইশড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবারও বাজেট পেশ হওয়ার পর সমালোচনা করেছেন। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ১০ বছর ধরে ভুল বাজেট দেওয়ার কারণে কি দারিদ্র্য ২০ শতাংশে নেমে এসেছে? ভুল বাজেট দেওয়ার কারণে কি মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে ১৯০৯ ডলার হয়েছে? মানব উন্নয়ন সূচকে এগিয়ে যাওয়াও কি ভুল বাজেট দেওয়ার কারণে?

তিনি আরও বলেন, সিপিডি কি বিশ্বব্যাংকের গবেষণার চেয়েও ভালো? আমার সন্দেহ আছে, ওই প্রতিষ্ঠানে আদৌ কোনো গবেষণা হয় কি-না, কোনো গবেষকও আছেন কি-না? শুধু সিপিডি নয়, বিএনপিও সমালোচনা করে। হ্যাঁ, অবশ্যই গঠনমূলক সমালোচনা করুন। আমরা সেগুলো গ্রহণ করব। কিন্তু এমন কোনো সমালোচনা করবেন না, যেটি হাস্যকর। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান ডা. শেখ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

Pin It