উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হজরত ইমাম জামে মসজিদ এবং ‘আমির তিমুর স্টেট মিউজিয়াম’ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার সকালে রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানম এসব স্থান পরিদর্শন করেন। এসময় সস্ত্রীক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনও ছিলেন।
ইসলামি দার্শনিক, কবি আবু বকর মোহাম্মদ কাফফাল সাসির নামে স্থাপিত ‘হজরত ইমাম জামে মসজিদ’ তাসখন্দের অন্যতম একটি দর্শনীয় স্থান। এই কমপ্লেক্সের সঙ্গে মাদ্রাসা, লাইব্রেরি, ইসলামিক রিসার্চ ইন্সটিটিউট রয়েছে।
এখানে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমানের সময়কার হাতে লেখা কোরান সংরক্ষিত আছে এখানে।
এছাড়া সোমবার রাষ্ট্রপতি তাসখন্দের আমির তিমুর স্টেট মিউজিয়াম পরিদর্শ করেন। মোঙ্গল যোদ্ধা তৈমুর লঙের নামে প্রতিষ্ঠিত এই জাদুঘরে তৈমুরীয় সাম্রাজ্যের ইতিহাসের বিভিন্ন নিদর্শন রয়েছে। পরে রাষ্ট্রপতি সেখানকার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরে রাষ্ট্রপতি চিরচিকে উজবেকিস্তানের অন্যতম বস্ত্র শিল্প প্রতিষ্ঠান ‘উজটেক্স’ পরিদর্শন করেন।
কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) পঞ্চম সম্মেলন শেষে রোববার তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে উজবেকিস্তানের বুখারায় যান রাষ্ট্রপতি। উজবেকিস্তান বিমান বাহিনীর একটি বিশেষ বিমান রাষ্ট্রপতিকে দুশানবে থেকে বুখারায় নিয়ে যায়।
বুখারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান উজবেকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার আজিজ আবদুলহাকিমভ এবং বুখারার গভর্নর উকতাম বারইয়োনয়েভ।
বুখারায় রাষ্ট্রপতি ইসলামি চিন্তাবিদ বাহাউদ্দিন নকসবন্দীর সমাধি সৌধ এবং ‘আর্ক অব বুখারা’ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রপতি তাসখন্দ যান।