রাজধানীর শ্যামলীতে মেসার্স সাহিল পেট্রোল পাম্পে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস জানায়, ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।
এদিকে, বিভিন্ন সূত্রে জানা গেছে, তেলের কয়েকটি লরি পাম্পে ছিল। পরে লরিগুলো থেকে রিজার্ভারে তেল ভরার সময় আগুনের সূত্রপাত্র হয়। পড়ে তা দ্রুত ছড়িয়ে যায়।
এই অগ্নিকাণ্ডের পর রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়।