দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে ট্রাম্পের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

trump-5d0a0a106bbd5

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডাতে হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রচারণা শুরু করেন। খবর বিবিসির।

ফ্লোরিডার অরল্যান্ডোতে প্রচার সমাবেশের শুরুতে রিপাবলিকান প্রেসিডেন্ট ফ্লোরিডাকে ‘দ্বিতীয় বাড়ি’ অ্যাখ্যা দিয়ে তাকে চার বছরের জন্য ফের নির্বাচিত করতে সমর্থকদের আহ্বান জানান।

এদিন ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও ছিলেন।

ডেমোক্রেটরা ‘যুক্তরাষ্ট্রকে টুকরো টুকরো’ করার চেষ্টা করছে বলে প্রচারণায় অভিযোগ করেন তিনি।

ট্রাম্প বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে ফের শ্রেষ্ঠ করার চেষ্টা চালিয়ে যাবো। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আনুষ্ঠানিক প্রচার শুরু করতে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি।

২০১৬ সালের নির্বাচনী প্রচারণাকে ‘একটি দুর্দান্ত রাজনৈতিক আন্দোলন’ হিসেবেও অভিহিত করেন তিনি।

“যতদিন পর্যন্ত আপনারা এ দলকে রাখবেন, আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ভবিষ্যৎ আর কখনোই এতটা উজ্জ্বল কিংবা ধারালো ছিল না-যোগ করেন ট্রাম্প।

আগের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারের প্রচারে তার ধারাবাহিকতা রক্ষায় জোর দেন তিনি।

ট্রাম্পের অপেক্ষায় অনেক সমর্থক সোমবার সকাল থেকেই অরল্যান্ডোর অ্যামওয়ে সেন্টারের বাইরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

Pin It