জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাসিমের বক্তব্যের নিন্দা জানিয়েছে গণফোরাম।
বুধবার গণফোরামের এক বিবৃতিতে বলা হয়, ড. কামাল হোসেন সম্পর্কে নাসিম ‘কুরুচিপূর্ণ. উদ্দেশ্যমূলক, শিষ্টাচারবিরোধী মিথ্যাচার’ করেছেন।
গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মানুষের মধ্যে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টির জন্য নাসিম এই মিথ্যাচার করেছেন।
গণফোরাম নেতারা বলেন, জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে এ ধরনের কথার জবাব দিতে হবে। মঙ্গলবার জাতীয় সংসদে মোহাম্মদ নাসিম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট গড়ে ড. কামাল হোসেন কার্যত আওয়ামী লীগের পক্ষেই কাজ করেছেন।