ঐক্যফ্রন্ট ‘মাথা থেকে ঝেরে ফেলে’ নতুন উদ্যমে কাদের সিদ্দিকী

জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব খোঁজার চিন্তা ‘মাথা থেকে ঝেরে ফেলে’ নতুন উদ্যমে পথ চলা শুরু করছে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ।

kader_siddiqi_samakal-5d22fa3103ed3

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সভাপতি কাদের সিদ্দিকী।

তিনি বলেন, জনগণের সব সমস্যায় তাদের পাশে থাকার অঙ্গীকারে কৃষক শ্রমিক জনতা লীগ নতুনভাবে পথ চলার সিদ্ধান্ত নিয়েছে।

কাদের সিদ্দিকী বলেন, কৃষক শ্রমিক জনতা লীগ ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যের মানসে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছিল। কিন্তু নির্বাচন পরবর্তী সাত মাসে জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, মতিঝিলে প্রবীণ নেতার অফিসে ঐক্যফ্রন্টের একটি অসমাপ্ত বৈঠক ছাড়া কখনো কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে বৈঠক হয়নি।

জাতীয় নির্বাচন, ফেনীর নুসরাত হত্যা, বরগুনার রিফাত হত্যা, কৃষকের ধানের ন্যায্য দাম না পাওয়াসহ জাতীয় কোনো ইস্যুতে ঐক্যফ্রন্ট দাঁড়ায়নি বলে অভিযোগ করে কৃষক শ্রমিক জনতা লীগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, তাসনিম সিদ্দিকী প্রমুখ।

২০১৮ সালের ৫ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছিল কৃষক শ্রমিক জনতা লীগ।

Pin It