হজ মৌসুমের শুরুতেই ৫৫টি হজ এজেন্সিকে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। হজে গমনেচ্ছু হজযাত্রীদের অনেকের বাড়ি ভাড়া, ভিসা প্রসেসিং, পে-অর্ডারসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন না করায় এসব এজেন্সিকে সতর্ক করা হয়।
শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে শুনানিকালে যুগ্ম সচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নুরী তাদের সতর্ক করেন।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানান, সতর্ক করার পাশাপাশি আগামী ১৫ জুলাইয়ের মধ্যে হজ ব্যবস্থাপনা শতভাগ সম্পন্ন করতে এসব এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও জানান, যেসব এজেন্সির কাজ বাকি আছে, শুনানিতে তাদের ডেকে জানতে চাওয়া হয়েছে কেন শতভাগ সম্পন্ন হয়নি। এ বিষয়ে এজেন্সির প্রতিনিধিরা জবান দিয়েছেন।
এ বছর হজ ব্যবস্থাপনায় বড় কোনো ঝুঁকি নেই জানিয়ে হাব সভাপতি বলেন, ‘মূলত বিমান টিকিটের কারণে হজ ব্যবস্থাপনায় বিপর্যয় দেখা দেয়। এবার এ আশঙ্কা নেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সুন্দরভাবেই ফ্লাইট পরিচালনা করছে। এখন পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল হয়নি। আশা করি, এ বছরের হজ ব্যবস্থাপনা শতভাগ সফল হবে।’
এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। শুক্রবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের হজযাত্রী বহনকারী বিভিন্ন ফ্লাইটের মাধ্যমে ৩৯ হাজার ৫২৪ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।