রেকর্ড জয়ে অ্যাসেজ শুরু অজিদের

AUS-samakal-5d484cb8aacae

ইতিহাসের প্রথম টেস্ট, প্রথম ওয়ানডে এবং টি-২০ ম্যাচের পর টেস্ট চ্যাম্পিয়নসশিপের প্রথম ম্যাচেও জয় পেল অস্ট্রেলিয়া। সোমবার সদ্য বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে ঘরের মাঠে ২৫১ রানের বড় ব্যবধানে হারিয়ে অ্যাসেজ সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হারের পর অজিরা ঘোষণা দিয়েছিল, অ্যাসেজে দেখা হবে। টেস্ট বিশ্বকাপ ছাড়িয়ে তাই এটা অ্যাসেজ সিরিজ। যার সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালের পর্যন্ত তুলনা চলে!

অস্ট্রেলিয়ার দারুণ এই জয়ের নায়ক স্টিভ স্মিথ। ক্যারিয়ারে প্রথমবার দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি। তার জোড়া সেঞ্চুরিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১২২ রানে ৮ উইকেট হারায় অজিরা। স্মিথ ১৪৪ রানের ইনিংস খেলে মান বাঁচিয়ে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানের সংগ্রহ এনে দেন।

ইংল্যান্ড প্রথম ইনিংসে রোরি বার্নসের (১৩৩) সেঞ্চুরিতে তোলে ৩৭৪ রানের বড় সংগ্রহ। জো রুট এবং বেন স্টোকসদের ফিফটি দলকে প্রথম ইনিংসেই জয়ের পথ দেখিয়ে দেয়। ইংল্যান্ড প্রথম ইনিংসে পায় ৯০ রানের লিড। কিন্তু দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দুর্দান্ত ব্যাটিং করে। স্মিথ দ্বিতীয় ইনিংসে খেলেন ১৪২ রানের ইনিংস। বল টেম্পারিং কাণ্ডের পর ফেরার ম্যাচ দুর্দান্তভাবে স্মরণীয় করে রাখলেন তিনি। স্মরণীয় ইনিংস খেলেন দীর্ঘদিন পরে অজিদের টেস্ট দলে ফেরা ম্যাথু ওয়েডও। তিনি খেলেন ১১০ রানের ইনিংস।

এছাড়া উসমান খাজা-জেমস প্যাটিনসনদের ফিফটি ছুঁইঁছুই রানে ৭ উইকেটে ৪৮৭ রান তোলে অস্ট্রেলিয়া। লিড ৩৯৭ হলে ইনিংস ঘোষণা করে। পরে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড নাথান লায়ন এবং প্যাট কামিন্সের তোপে ধসে যায়। অলআউট হয় ১৪৬ রানে। লায়ন দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ নেন ৯ উইকেট। কামিন্স দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। প্রথম ইনিংসে তার ঝুলিতে আসে ৩ উইকেট।

দারুণ এই জয়ে প্রতিপক্ষ প্রথম ইনিংসে ৯০ বা তার বেশি রানের লিড নেওয়ার পর সবচেয়ে বড় জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ভাঙল ৫২ বছর আগের রেকর্ড। এর আগে ১৯৬৭ সালে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া ১২৬ রানের লিড নেয়। অথচ অজিরা শেষ পর্যন্ত ম্যাচটা হারে ২৩৩ রানে। গলে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলংকা লিড নেয় ১৬১ রানের। কিন্তু লংকানরা ১৯৭ রানে হারে ম্যাচটা।

এছাড়া ইংল্যান্ড ঘরের মাঠে অজিদের বিপক্ষে লিড নেওয়ার পরও ১৯৮২ সালের পর এই প্রথম হারের স্বাদ পেল। ওভালে ১৯৮২ সালে ৩৮ রানের লিড পাওয়ার পরও হারে ইংল্যান্ড। ১৯৮১ সালে ট্রেন্ট ব্রিজে ৬ রানের লিড নেয় ইংল্যান্ড। ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। ১৯৬১ সালে ম্যানচেস্টারে ইংলিশরা লিড নেয় ১৭৭ রানের। শেষ হাসি হাসে অজিরা। এবার ৯০ রানের লিড নেওয়ার পরও জয় উৎসব করল অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরি করা স্টিভ স্মিথ হয়েছেন ম্যাচ সেরা।

Pin It