তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সুশাসনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। গ্রাম শহরে পরিণত হচ্ছে। এটি বিএনপির সহ্য হচ্ছে না। তাই তাদের রাজনীতি ও আন্দোলন এক জায়গায় ঘুরপাক যাচ্ছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক ও অভিনয় শিল্পীসহ সব শ্রেণি-পেশার মানুষ ডেঙ্গু নিয়ে জনসচেতনতায় কাজ করছেন। তখন বিএনপি নির্বাচন দাবি করছে। নির্বাচন হবে, তবে সেটি ২০২৪ সালে। সেদিন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এখন আর গ্রামে কোনো ছেড়া কাপড় পরা লোক দেখা যায় না। একমুঠো ভাত কেউ ভিক্ষা চায় না। গ্রামের রাস্তায়ও বাতি জ্বলে।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর নামের সঙ্গে যা কিছু জড়িয়ে আছে, তার সবই ফজিলাতুন্নেছা মুজিবের প্রেরণা। বঙ্গবন্ধুর সব প্রতিকূল অবস্থায় বঙ্গমাতা সাহস যুগিয়েছেন।
বঙ্গবন্ধুকে নিয়ে যারা গবেষণা করেন, তাদের বঙ্গমাতার অবদানও লিপিবদ্ধ করার আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রচার ও প্রকাশনা সম্পাদক।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আমিনুল ইসলাম আমিন, শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আকতার হোসেন, অরুণ সরকার রানা, অরুনা বিশ্বাস, রোকেয়া প্রাচী, তানভীন সুইটি, শাহনূর প্রমুখ।