কাশ্মীরকে নিয়ে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জুমার নামাজের পর এ বিক্ষোভের আয়োজন করে সর্বদলীয় কাশ্মীর সংহতি ফোরাম।
সমাবেশে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী।
কাসেমী বলেন, ‘ভারতের সংবিধান থেকে বাতিলকৃত ৩৭০ ধারা পুনর্বহাল করতে হবে অথবা কাশ্মীরকে স্বাধীন করে দিতে হবে।’
জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘১৯৭১ সালে যে কারণে ভারত বাংলাদেশের পক্ষ নিয়ে এ দেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল, আমরাও সে কারণে কাশ্মীরের পক্ষ নিয়ে তাদের সহযোগিতা করতে চাই।’
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ‘পশ্চিম পাকিস্তান যখন বাংলাদেশের জনগণের ওপর জুলুম-নির্যাতন শুরু করেছিল তখনই এ দেশের জনগণ স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। কাশ্মীরের বর্তমান অবস্থা বাংলাদেশের তৎকালীন অবস্থার চেয়ে আরও খারাপ। কাশ্মীরের এক প্রসূতি মা ছয় মাইল হেঁটে গিয়ে সন্তান জন্ম দিয়েছেন। কাশ্মীরের সঙ্গে সারাপৃথিবীর সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ভারত। তাদের ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি।’
জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল হকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুর রউফ ইউসুফি, জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম, ফরায়েজী আন্দোলনের সাধারণ সম্পাদক ড. আজিজুর রহমান, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক প্রমুখ।