বলিউডের অভিনেত্রী বিদ্যা সিনহা আর নেই। বৃহস্পতিবার দুপুরে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১।
দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় বিদ্যা সিনহাকে। কিন্তু চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি।
১৮ বছর বয়সে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা। ‘রজনীগন্ধা’ (১৯৭৪) ছবি দিয়ে বলিউডে তার যাত্রা হয়। এরপর ‘ছোটি সি বাত’ (১৯৭৫) ও ‘পতি পত্নী ঔর ও’ (১৯৭৮) ছবির মধ্য দিয়ে নায়িকা হিসেবে ব্যাপক পরিচিতি পান। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও দেখা গেছে তাকে। সালমান খান ও কারিনা কাপুরের সঙ্গে ‘বডিগার্ডে’ ছবিতেও ছিলেন তিনি।
প্রতিবেশী ভেঙ্কটেশওয়ারন আইয়ারের সঙ্গে ১৯৬৮ সালে প্রথম বিয়ে হয় বিদ্যা সিনহার। ১৯৮৯ সালে একটি মেয়েকে তিনি দত্তক নেন। ১৯৯৬ সালে মারা যান ভেঙ্কটেশওয়ারন আইয়ার। তারপর দত্তক কন্যাকে নিয়ে বিদ্যা সিনহা অস্ট্রেলিয়ার সিডনিতে চলে যান।
সেখানে গিয়ে ২০০১ সালে চিকিৎসক নেতাজী ভিমরাও সালুঙ্খেকে বিয়ে করেন। শারীরিক নির্যাতনের অভিযোগে ৮ বছর পর ভিমরাও সালুঙ্খের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান তিনি।