ছাইভস্মে চাপা ‘স্বপ্নগুলো’

chalantika-fire-aftermath-mirpur-amo-17082019-0002

বাতাসে পোড়া গন্ধ, ধ্বংসস্তূপের মধ্যে কিছু মানুষ হাতড়ে ফিরছে কিছু; আসলে আগুনে সব গিলে খাওয়ার পর চলছিল ‘উচ্ছিষ্ট’ খোঁজা। আধাপোড়া কিছু পাওয়া গেলে সেসব বিক্রি করে অন্তত দুই-একদিনের খোরাক তো হতে পারে।

শুক্রবার রাতে পুড়ে যাওয়া মিরপুরের চলন্তিকা বস্তিতে শনিবার আরেক দল মানুষেরও দেখা মিলল, যাদের ছাইভস্মে চাপা পড়া স্বপ্নের ‘অবশিষ্টাংশ’ খোঁজারও যেন শক্তি নেই। আগুনে সব হারিয়ে নিঃস্ব তারা।

Pin It