সরকার ক্ষতিগ্রস্ত বস্তিবাসীকে পুনর্বাসন করবে: কাদের

kader-5d5ad070a5e62

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিরপুরের ঝিলপাড় বস্তিবাসীকে ঘরবাড়ি করে দিয়ে সরকার পুনর্বাসন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি, এই ক্ষতিগ্রস্ত এলাকায় যতদিন সাহায্যের দরকার, ত্রাণের দরকার, পুনর্বাসন পর্যন্ত শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে।’

গত শুক্রবার রাতে তিন ঘণ্টার আগুনে পুড়ে যায় মিরপুর-৭ নম্বর সেকশনের ঝিলপাড় বস্তির কয়েকশ’ ঘর। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর পর পুড়ে যাওয়া বস্তি এলাকায় স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার উদ্যোগে আশ্রয়কেন্দ্র খোলা হয়। সেখানেই গতকাল ক্ষতিগ্রস্তদের মধ্যে শাড়িসহ বিভিন্ন ধরনের কাপড় বিতরণ করা হয়।

ওবায়দুল কাদেরের সঙ্গে এ সময় সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি, যুবলীগ নেতা মাইনুল আহসান খান নিখিল প্রমুখ উপস্থিত ছিলেন।

বস্তিবাসীকে সাহস দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের অসহায় ভাববেন না, শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। একদিকে সারাদেশে ডেঙ্গু আতঙ্ক, এর মধ্যে অগ্নিকাণ্ড এই এলাকার মানুষের মধ্যে অবর্ণনীয় দুঃখ-কষ্ট নিয়ে এসেছে। এই ব্যাপারে সরকার অবহিত।’

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে এখানে এসে নামকাওয়াস্তে রিলিফ দিয়েছেন। সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে বক্তব্য দিয়েছেন, স্থানীয় এমপির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। অথচ এখানকার গরিব-দুঃখীদের পাশে স্থানীয় এমপি সবসময়ই থাকেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ কথা নয়, কাজে বিশ্বাসী। অগ্নিকাণ্ডে যারা ঘরবাড়ি, সহায়-সম্বল হারিয়েছে, তারা কথা শুনতে চায় না, ভাষণ শুনতে চায় না। তারা সাহায্য চায়, পুনর্বাসন চায়। সরকার তাদের সেই ব্যবস্থা করবে।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এখন নাকি জাতিসংঘেও ধরনা দেবে। যারা দেশের জনগণের সমর্থন লাভে ব্যর্থ, তাদের বিদেশে গিয়ে নালিশ করা ছাড়া আর কোনো অবলম্বন নেই। সেজন্য অসহায়ের মতো বিদেশিদের কাছে গিয়ে কান্নাকাটি করবে। শেষ পর্যন্ত জাতিসংঘের দ্বারস্থ হচ্ছে। রাজনীতিতে বিএনপি যে কত দেউলিয়া, সেটা প্রমাণ হয়েছে।’

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানান, এবার ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে দুর্ঘটনার কারণ খুঁজতে বৈঠকে বসবেন। আগামী তিন-চার দিনের মধ্যে এ নিয়ে তিনি কথা বলবেন। কেন এত দুর্ঘটনা ঘটছে, এর কারণ অনুসন্ধান করতে হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে এরই মধ্যে বৈঠক ডাকা হয়েছে।

Pin It