সকালে এসেছেন ল্যাঙ্গাভেল্ট, বিকেলে ডমিঙ্গো

বাংলাদেশের বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট আজ সকালে ঢাকায় এসেছেন। হেড কোচ রাসেল ডমিঙ্গোরও আসার কথা আজই।

d2ef4d132aadc8d84660e349ab32ec17-5d5b9a95c35a8

বাংলাদেশের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকানদের সময় শুরু হয়ে যাচ্ছে আজই। সকালেই ঢাকায় এসে পৌঁছেছেন বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট। বিকেলে পৌঁছে যাবেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। দুজনই কাল থেকে যোগ দেবেন দলের অনুশীলনে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকায় পা রাখেন ল্যাঙ্গাভেল্ট। তাঁকে স্বাগত জানান বিসিবির কর্মকর্তারা। আপাতত রাজধানীর একটি হোটেলে তিনি থাকছেন। জানা গেছে, হেড কোচ ডমিঙ্গোও ঢাকায় এলে ল্যাঙ্গাভেল্টের সঙ্গেই হোটেলে থাকবেন।

বিশ্বকাপের সময় জাতীয় দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আরেক দক্ষিণ আফ্রিকান নিল ম্যাকেঞ্জি। তিনি থাকছেন ডমিঙ্গো-ল্যাঙ্গাভেল্টদের সঙ্গেও। তবে ম্যাকেঞ্জি ঢাকায় পা রাখবেন আরও কয়েক দিন পর। স্পিন কোচ হিসেবে আগেই নিয়োগ পেয়েছেন সাবেক কিউই তারকা ড্যানিয়েল ভেট্টরি।

জাতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে গতকাল থেকে।

Pin It