শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুটি গাছ লাগানোর নির্দেশ মন্ত্রণালয়ের

m-5d5c1e54e0f0c

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুটি করে গাছের চারা লাগানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (মাউশি) মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এ নির্দেশের কথা জানানো হয়।

মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন বলেন, আজকালের মধ্যে এ বিষয়ে সারাদেশের মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের চিঠি দিয়ে সরকারের এ নির্দেশের কথা জানানো হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হচ্ছে। আগস্ট মাসজুড়ে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুটি করে গাছ লাগাতে বলা হয়েছে। শোককে শক্তিতে রূপান্তর করতে গাছ লাগানোর এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মো. রুহুল মমিন জানান, দুটি গাছের মধ্যে একটি ফলদ এবং একটি বনজ গাছের চারা লাগানোর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Pin It