মেক্সিকোতে একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছে। পুলিশ বলছে, সশস্ত্র অপরাধীচক্রের সদস্যরা (গ্যাংস্টার) উদ্দেশ্যমূলকভাবে পানশালায় আগুন লাগিয়ে দেয়।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে মেক্সিকোর বন্দর নগরী কোয়াৎজাকোলকোসে কাবাল্লো ব্লানকো (সাদা ঘোড়া) বারে এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
আগুনে দগ্ধ হয়ে ১১ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। বেঁচে যাওয়া কয়েকজন জানান, পানশালা থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয় কয়েকজন লোক, যারা গ্যাংস্টার বলে ধারণা করা হচ্ছে।
মেক্সিকোর গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পানশালায় গুলি ছোড়া হয় এবং ভেতরে পেট্রোলবোমা ছুড়ে মারা হয়। এই ঘটনায় জড়িত কয়েকজন সম্প্রতি কারাগার থেকে বেরিয়ে আসে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডোর এই হামলাকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। এছাড়া সন্দেহভাজনদের কয়েকজন সম্প্রতি কীভাবে কারাগার থেকে ছাড়া পেয়েছে সেটাও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।