চট্টগ্রামে ১২ জামায়াত নেতা কারাগারে

image--5d6944c3ccbc7

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক মামলা ও অস্ত্র আইনে দুইটি মামলা করেছে পুলিশ। পরে শুক্রবার তাদের চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফি উদ্দিনের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার নগরীর গোলপাহাড় মোড়ের সুবর্ণা আবাসিক এলাকায় ‘গোপন বৈঠক’ থেকে তাদের আটক করা হয়।

আসামিরা হলেন-জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ, সদস্য মাহমুদুল আলম, মো. ওসমান, কর্মী আহমদ খালেক প্রকাশ খালেদ আনোয়ার, মো. তৌহিদুল আনোয়ার সোহেল, সদস্য আমির হোসেন, সদস্য ফারুক আজম, সিদ্দিকুর রহমান, নাসির উদ্দীন ও জাকের হোসেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের সিনিয়র সহকারি কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ জানান, ১২ আসামিকে থানা থেকে আদালত তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, গোলপাহাড় মোড়ের সুবর্ণা আবাসিক এলাকায় গ্রেফতার ১২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে সুবর্ণা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট থেকে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ জনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। তাদের হেফাজত থেকে সাতটি ককটেল, একটি রাম দা, একটি কিরিচ, একটি চাপাতি, ১৮টি চকলেট বোমা, চারটি লোহার রড ও গোপন নথিপত্র উদ্ধার করা হয়।

Pin It