প্রত্যাশিত জয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের ফেভারিট বাংলাদেশের মেয়েদের সামনে পাত্তাই পায়নি যুক্তরাষ্ট্র।
স্কটল্যান্ডে রোববার বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে। মার্কিন মেয়েদের মাত্র ৪৬ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। রান তাড়ায় জয় এসেছে ৮.২ ওভারে।
টস জিতে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্রের মেয়েরা শুরু থেকেই উইকেট হারিয়েছে নিয়মিত। নতুন বলে দুই ওপেনারকে ফেরান বাংলাদেশের মূল স্ট্রাইক বোলার জাহানারা আলম।
এরপর প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশের স্পিনাররা। অফ স্পিনার খাদিজা তুল কুবরা নিয়েছেন ২ উইকেট। শেষ দিকে তিনটি উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে দিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
যুক্তরাষ্ট্রের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল সুগেতা চন্দ্রশেকর। ৩৭ বলে করেছেন তিনি ১৫ রান।
সহজ রান তাড়ায় বাংলাদেশকে দ্রুত এগিয়ে নেন ওপেনার সানজিদা ইসলাম। ৩ চার ও ১ ছক্কায় ৩০ রান করে আউট হন এই ওপেনার। আরেক ওপেনার আয়েশা আক্তার আউট হয়ে যান ১ ছক্কায় ৮ রান করে।
জয় তখন নাগালেই। নবম ওভারে নিগার সুলতানার বাউন্ডারিতে নিশ্চিত হয় জয়।
আগের দিন পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের বাছাইপর্ব। তবে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচটি গড়িয়েছে রিজার্ভ ডেতে।
সংক্ষিপ্ত স্কোর:
যুক্তরাষ্ট্র: ১৯.৫ ওভারে ৪৬ (সুগেতা ১৫; জাহানারা ৪-০-৭-২, নাহিদা ৩.৫-১-১২-৩, খাদিজা ৪-১-১০-২, সালমা ৩-০-৬-০, ফাহিমা ২-০-৭-০, রিতু ৩-০-৩-১)।
বাংলাদেশ: ৮.২ ওভারে ৪৮/২ (সানজিদা ৩০, আয়েশা ৮, নিগার ৫*, রিতু ১*; অক্ষতা ২/২)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: নাহিদা আক্তার