রওশনের জন্য স্পিকারকে চিঠি দেবেন কাদের

887dfde6ea7ddb6ae040a929635d8474-5d7511f6e3fac

দলের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুর পর প্রথমবারের মতো সংসদীয় দলের বৈঠকে করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার একাদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আজকের বৈঠকে সভাপতিত্ব করেন এরশাদের স্ত্রী রওশন। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ দলটির সব সাংসদ উপস্থিত ছিলেন। আজকের বৈঠকে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা করার ব্যাপারে দল সিদ্ধান্ত নিয়েছে। তবে বিরোধীদলীয় উপনেতা কে হবেন, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জি এম কাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, স্পিকারের কাছে চিঠি এখনো দেওয়া হয়নি। দলীয় চেয়ারম্যান জি এম কাদের নিজেই রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দিতে স্পিকারকে চিঠি দেবেন।

উপনেতার বিষয়ে মসিউর বলেন, যিনি বিরোধীদলীয় নেতা, তিনি দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে উপনেতা ঠিক করবেন।

Pin It