হাওরাঞ্চলে বিশুদ্ধ পানির জন্য ৫০০ কোটি টাকার প্রকল্প: পরিকল্পনামন্ত্রী

m-a-mannan-5d8e3711d6f2a

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘হাওরাঞ্চলের মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে ৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ হাওরাঞ্চলের একজন মানুষও যাতে বিশুদ্ধ পানির কষ্টে না ভোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নির্দেশনা দিয়েছেন। শুধু পানির বিষয় নয়, এই অঞ্চলগুলোর স্যানিটেশন ব্যবস্থারও উন্নয়ন ঘটানো হবে।’

শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০০ হতদরিদ্র পরিবারের মধ্যে নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। ৫০০ কোটি টাকা ব্যয়ে চার হাজার গভীর নলকূপ স্থাপনের প্রথম পর্যায়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নে এই নলকূপ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল্লাহর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রব সরকার।

বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোখলেছুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, মনির উদ্দিন, মিজানুর রহমান জিতু, আক্তার হোসেন, সফিকুল ইসলাম, আমিনুর রশিদ আমীন প্রমুখ।

Pin It