রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি ৪০০ গ্রাম স্বর্ণ এবং ১০০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল জব্দ করেছে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। এসবের মূল্য প্রায় দেড় কোটি টাকা।
কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইট বিমানবন্দরে পৌঁছালে সাহাবুদ্দিন ও মনির আহমেদ নামে দুই যাত্রীকে সন্দেহ হয়। পরে তাঁদের তল্লাশি করে দুই কেজি ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এ ছাড়া অন্য ফ্লাইটে কয়েকজন যাত্রীকে তল্লাশি করে আরও ২০০ গ্রাম স্বর্ণ এবং বিভিন্ন ব্র্যান্ডের ১০০ পিস বিদেশি মোবাইল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, জব্দ করা স্বর্ণ ও মোবাইলের আনুমানিক মূল্য এক কোটি ৫০ লাখ টাকা।