প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর কোনো অগ্রগতি না হলেও যাচাই-বাছাইয়ের জন্য মিয়ানমারকে নতুন করে আরও ৫০ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মঙ্গলবার তার দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নবগঠিত মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন মঙ্গলবারই মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ কের কাছে ওই তালিকা হস্তান্তর করেন।
বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে ইন্টরনেট প্রটোকল টেলিভিশন ব্যবস্থা চালু উপলক্ষে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কে মোমেন। ছবি: আব্দুল্লাহ আল মমীন
২০১৭ সালের শেষ দিকে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য চুক্তি করার পর এ নিয়ে চার দফায় তাদের এক লাখের বেশি রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ।কিন্তু দুই দফা প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি নিয়েও একজন রোহিঙ্গাকেও রাখাইনে তাদের ভিটেমাটিতে ফেরত পাঠানো যায়নি মিয়ানমার সেখানে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে না পারার কারণে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই-বাছাইয়ের কাজ এগিয়ে রাখার জন্য মিয়ানমারকে নতুন এই তালিকা দেওয়া হল।
বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে, যাদের মধ্যে সাড়ে সাত লাখ রোহিঙ্গা এসেছে ২০১৭ সালের অগাস্টে রাখাইনে নতুন করে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হওয়ার পর।
জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল’ অভিযান হিসেবে বর্ণনা করে আসছে। তবে রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার।