বিসিসিআইয়ের দায়িত্ব বুঝে নিলেন সৌরভ

news_208622_1_thumb

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হবেন ‘কলকাতার দাদা’ সৌরভ গাঙ্গুলি এটি আগেই নিশ্চিত ছিল। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তার কোন প্রতিদ্বন্দ্বী ছিলেন না। অপেক্ষা ছিল তাই আনুষ্ঠানিক ঘোষণার। বুধবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন শেষে সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো, ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৯তম প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

বিসিসিআইয়ের ভেরিফাইড টুইটারে টুইট করা হয়েছে, এটা আনুষ্ঠানিক। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন সৌরভ গাঙ্গুলি। বুধবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের এজিএম এবং নির্বাচনে উপস্থিত ছিলেন সৌরভ। এর আগে ভারতীয় জাতীয় দলের হয়ে ব্যাট হাতে ‘দাদাগিরি’ দেখিয়েছেন সৌরভ। অধিনায়ক হিসেবে করেছেন ‘দাদাগিরি’। এবার টিভি পর্দা ছেড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভের দাদাগিরি দেখার অপেক্ষা।

বিজয়নগরের সাবেক ক্রিকেটার মহারাজের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিসিসিআইয়ের সভাপতি হলেন সৌরভ। তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রসাশক হিসেবে দায়িত্ব পালন করায় সৌরভ বেশি দিন বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন না। তার মেয়াদ মাত্র নয় মাস। আগামী বছরের সেপ্টেম্বরে তাকে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে।

বিসিসিআইয়ের এক নিয়ম আছে, বোর্ডের কর্মকর্তা হিসেবে কোন পর্যায়ে টানা ছয় বছর দায়িত্ব পালন করার পরে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। সৌরভ গাঙ্গুলি পাঁচ বছরের বেশি সময় ধরে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রসাশকের দায়িত্বে আছেন। বোর্ডে প্রেসিডেন্ট হিসেবে নয় মাস দায়িত্ব পালন করতেই তার ছয় বছর পূর্ণ হয়ে যাবে। এজন্য তাকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে। তবে পরবর্তীতে আবার দায়িত্ব নেওয়ার সুযোগ থাকবে সৌরভের।

Pin It