ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ একথা জানান।
মন্ত্রিসভা বৈঠকে এজেন্ডার বাইরে অনির্ধারিত আলোচনায় রাহাতের মৃত্যুর বিষয়টি আলোচনা হয়েছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, “মন্ত্রিসভায় অর্নিধারিত আলোচনায় এ বিষয়টি উত্থাপিত হয়েছিল। কয়েকজন (মন্ত্রী) এ বিষয়টি উপস্থাপন করে উদ্বেগ প্রকাশ ও হতাশা ব্যক্ত করেছে এবং শোক জানিয়েছে।”
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দৈনিক প্রথম আলোকে উকিল নোটিস দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের ওই কলেজ ক্যাম্পাসে প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণির ছাত্র নাইমুল (১৫)।
এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে শিক্ষার্থীরা বলছে, সংশ্লিষ্টদের অবহেলার কারণেই রাহাতকে মরতে হয়েছে।
আয়োজকদের গাফিলতির অভিযোগ ওঠার বিষয়ে আলোচনা হয়েছি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন,“যারা বিষয়টি উপস্থাপন করেছে, তারা বলেছে একটি স্কুলে যখন এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা কিশোরদের নিয়ে সেখানে তার যেগুলো টানা হয়েছিল, তার সেইফটি মেজার সঠিকভাবে নেওয়া হয়েছিল কি না, কারণ অনুষ্ঠানের জন্য বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। এখানে আয়োজকদের গাফিলতি ছিল কি না, সে প্রসঙ্গটি এসেছে।”
ছাত্র মৃত্যুর পরও অনুষ্ঠানটি চলায় হতাশা ব্যক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আলোচনা হয়েছে, একটি ছাত্র মারা গেছে, অথচ এরপরও অনুষ্ঠানটি চালিয়ে যাওয়া হয়েছে। সেই ছাত্র মারা যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়নি। স্কুল কর্তৃপক্ষ জানাতে পেরেছে হাসপাতাল থেকে, হাসপাতালে যখন তার লাশ নিয়ে পাওয়া হয়, পকেটে স্কুলের মনোগ্রাম দেখে হাসপাতাল কর্তৃপক্ষ স্কুলের প্রিন্সিপালকে ফোন করার পর জানতে পারে। এটি তাদেরকে জানানো হয়নি।”
ময়নাতদন্ত না করে অনুমতি ছাড়াই দাফন করার বিষয়টি আলোচনা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।
সার্বিক বিষয়ে তিনি বলেন, “বিষয়েটি তদন্ত হবে এবং কেন এ ঘটনা ঘটল, ছাত্রের মৃত্যু হওয়ার পর অনুষ্ঠান চালিয়ে যাওয়া হল কেন, এসব বিষয় তদন্তে উঠে আসবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন, আর আলোচনা করতে চাই না।”