ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেল দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবার সোয়া এক লাখ টাকা করে পাবে। এর মধ্যে এক লাখ টাকা দেবে বাংলাদেশ রেলওয়ে। আর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন দেবে ২৫ হাজার টাকা।
মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা দেওয়া হবে। আর আহত প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন তুর্ণা নিশিতা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে শতাধিক নারী-পুরুষ আহত হন। প্রশাসনের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন। আহত হয়েছেন শতাধিক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।