২৬ পুলিশ সুপারকে বদলি

police-s-5dfb9676b3a42

২৬ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হককে চট্টগ্রামের পুলিশ সুপার, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামানকে ময়মনসিংহে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমকে নারায়ণগঞ্জে, শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেনকে মুন্সীগঞ্জে, নীলফামারীর মুহাম্মদ আশরাফ হোসেনকে যশোরে, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার হাসিবুল আলমকে সিরাজগঞ্জে, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক আবিদা সুলতানাকে লালমনিরহাটে, এসবির পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামানকে শরীয়তপুরের পুলিশ সুপার, ডিএমপির মোহাম্মদ মোখলেছুর রহমানকে নীলফামারীতে, এসবির পুলিশ সুপার জেরিন আখতারকে বান্দরবানে, ডিএমপির এএইচএম আবদুর রকিবকে চাঁপাইনবাবগঞ্জে, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবদুল আজিজকে খাগড়াছড়ি, সিরাজগঞ্জের টুটুল চক্রবর্তীকে ডিএমপিতে, বান্দরবানের মোহাম্মদ জাকির হোসেন মজুমদারকে বরিশাল মহানগর পুলিশে, টিঅ্যান্ডআইএমের সারোয়ার মোর্শেদ শামীমকে ডিএমপিতে, অ্যান্টি টেররিজম ইউনিটের মো. ওয়ালিদ হোসেনকে ডিএমপিতে, বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে ডিএমপিতে, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আব্দুল ওয়ারীশকে ডিএমপিতে, পিবিআইর জুলফিকার আলী হায়দারকে বরিশাল মহানগর পুলিশে, চট্টগ্রাম মহানগর পুলিশের হারুন অর রশিদ হাযারীকে টিঅ্যান্ডআইএমে, মালি মিশন থেকে প্রত্যাগত মো. ফারুক হোসেনকে এসবিতে, হাইওয়ে পুলিশের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে এসবিতে, রাজশাহী মহানগর পুলিশের মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে কক্সবাজার ১৬, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক খুলনা মহানগর পুলিশের সাইফুল হককে ডিএমপিতে, পাকশী রেলওয়ে পুলিশের মোহাম্মদ নজরুল ইসলামকে ডিএমপিতে ও পুলিশ স্টাফ কলেজ ঢাকার ড. মো. আল-মামুনুল আনছারীকে সিআইডিতে বদলি করা হয়।

Pin It