পেঁয়াজ নিয়ে সুখবর জানালেন কৃষিমন্ত্রী

image-101880-1578057477

নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ার কারণে গত ২/৩ সপ্তাহে কিছুটা কমতির দিকে ছিল পেঁয়াজের দাম। কিন্তু নতুন বছরের শুরুতে রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে নতুন পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকার মতো। তবে পেঁয়াজ নিয়ে সুখবর জানালেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, এবছর দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে পেঁয়াজ উদ্বৃত্ত থাকবে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘জাতীয় সবজি মেলা ২০২০’ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমরা ধান-চালে উদ্বৃত্ত দেশ। আমাদের ৩০ থেকে ৪০ লাখ টন আলু উদ্বৃত্ত রয়েছে। এমন পরিস্থিতিতে কৃষিকে লাভজনক করতে হলে বহুমুখীকরণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা সবজি চাষের অনেক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছি। আমাদের কাছে যে প্রযুক্তি আছে তা ব্যবহার করতে পারলে শুধু দেশের নয়, আন্তর্জাতিক বাজারেও সবজি রপ্তানি করতে পারবো। সবজি বৈদেশিক মুদ্রা অর্জনে সম্ভাবনাময় একটি খাত।’

পেঁয়াজ সংকট প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, ‘পেঁয়াজের জন্য আমরা ভারতের ওপর নির্ভরশীল ছিলাম। তারা হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে আমরা বিপদে পড়ে যাই। এরপর থেকে শুধু ভারতের ওপর নির্ভরশীল থাকলেই হবে না। আমাদের কাছে পেঁয়াজ উৎপাদনের যে প্রযুক্তি আছে, তাতে আমরা পেঁয়াজ উৎপাদনে উদ্বৃত্ত থাকবো। সমস্যা হচ্ছে, কৃষক পেঁয়াজ উৎপাদন করতে চায় না। সেকারণে আমরা বাণিজ্যমন্ত্রীকে বলেছি, এবছর মৌসুমে যেন পেঁয়াজ আমদানি করা না হয়। কৃষক যেন পেঁয়াজ উৎপাদন করে লাভ করতে পারে।’

মেলা উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Pin It