( হাইথাম বিন তারিক আল সাঈদ )
আরব বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক ওমানের সুলতান কাবুস বিন সাঈদের মৃত্যুর পর দেশটির সুলতান হিসেবে শপথ নিয়েছেন তার চাচাত ভাই হাইথাম বিন তারিক আল সাঈদ।
শনিবার সকালে দেশটির নতুন সুলতান হিসেবে তিনি শপথ নেন।
শুক্রবার সুলতান কাবুস মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে কাবুসের বয়স হয়েছিল ৭৯ বছর।
সুলতান কাবুসের কোনো উত্তরাধিকারী নেই। তিনি ছিলেন অবিবাহিত। তাই উত্তরাধিকারী হিসেবে রাজপরিবার থেকে তার চাচাত ভাই হাইথাম বিন তারিক আল সাঈদের নাম ঘোষণা করা হয়।
হাইথাম এর আগে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
ওমানের সংবিধান অনুযায়ী, সিংহাসন শূন্য হওয়ার তিন দিনের মধ্যে রাজপরিবার উত্তরাধিকার নির্ধারণ করে থাকে।
এক টুইটারে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর আগে কাবুস উত্তরাধিকার হিসেবে হাইথামকে মনোনীত করে গেছেন।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সুলতান কাবুস। তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন বলে মনে করা হয়।
১৯৭০ সালে এক প্রাসাদ অভ্যুত্থানে পিতাকে পদচ্যুত করে ক্ষমতা দখল করেন সুলতান কাবুস। ওমানকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করে গড়ে তোলেন তিনি। তার শাসনামলে ওমান একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়।
সুলতান কাবুস বিস সাঈদের মৃত্যুতে ওমানের রাজকীয় আদালত তিনদিনের শোক ঘোষণা করেছে।
( সুলতান কাবুস বিন সাঈদ )