রাজধানীর শাহজাহানপুরে একটি বাড়ির নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে পাশের বাড়ির নিরাপত্তারক্ষীর ছয় বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে ওই ঘটনার পর পাশের বাড়ির নিরাপত্তারক্ষী মজিবরকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার মজিবরকে আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
শিশুটির মা জানান, শাহজাহানপুরের ওই বাড়িতে স্বামী-সন্তানকে নিয়ে থাকেন তিনি।
তিনি বলেন, শুক্রবার বিকালে তার স্বামী একটি কাজে বাইরে গিয়েছিলেন। আর তিনি পাশের ফুটপাথে বসে পিঠা বিক্রি করছিলেন। সে সময় তার মেয়ে বাসায় ছিল।
“সন্ধ্যার পরে বাসায় ফিরে দেখি মেয়ে কাঁদতে কাঁদতে পাশের বাড়ির গ্যারেজ থেকে বের হচ্ছে।
কান্নার কারণ জানতে চাইলে সে ধর্ষণের কথা জানায়।”
এরপরই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করিয়ে রাতেই থানায় জানানো হয়।
শাহজাহানপুর থানার ওসি মো. শহীদুল হক বলেন, “শুক্রবার রাতেই শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। এর পরপরই পাশের বাড়ির দারোয়ান মজিবরকে গ্রেপ্তার করা হয়।
“শনিবার তাকে আদালতে পাঠালে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।”