রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দুই দিনে তেমন সুবিধা করতে না পারলেও তৃতীয় দিনটি ভালোভাবেই শুরু করেছেন টাইগাররা। দিনের শুরুতেই তুলে নিয়েছেন তিন উইকেট। এর মধ্যে আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান বাবর আজম ও আসাদ শফিকও আছেন।
রোববার ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনে এখন পর্যন্ত ১০৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৯১ রান তুলেছে স্বাগতিক পাকিস্তান। এতে প্রথম ইনিংসে এখন পর্যন্ত তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ রানে। হারিস সোহেল ২৯ ও ইয়াসির শাহ ৪ রানে ব্যাট করছেন।
শনিবার ৩ উইকেট হারিয়ে ৩৪২ রান তুলে দিনের দিনের খেলা শেষ করা পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটসম্যান বাবর আজম ও আসাদ শফিক রোববার সকালে পুনরায় ব্যাট করতে নামে। তবে এদিন আর তেমন সুবিধা করে উঠতে পারেননি তারা, দ্রুতই ফিরে যান সাজঘরে। রোববার পুনরায় ব্যাট করতে নেমে আগের দিনের সংগ্রহের সঙ্গে আর কোনো রান যোগ করার আগেই আবু জায়েদ রাহির শিকার হয়ে সাজঘরে ফিরে যান বাবর আজম। শনিবার সেঞ্চুরি তুলে নিয়ে ১৪৩ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সেই ১৪৩ রানেই।
এরপর দলীয় ৩৫৩ রানে আসাদ শফিককে সাজঘরে ফেরত পাঠিয়ে বাংলাদেশ শিবিরে দিনের দ্বিতীয় সাফল্য এনে দেন পেসার এবাদত হোসেন। উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে আসাদ খেলেন ৬৫ রানের ইনিংস। এরপর দলীয় সংগ্রহে আরও ২১ রান যোগ হওয়ার পর মোহাম্মদ রিজওয়ানকে তুলে নেন আরেক পেসার রুবেল হোসেন। রিজওয়ান করেন ১০ রান।
শুক্রবার শুরু হওয়া ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম দিনেই ২৩৩ রানে গুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে দলের পক্ষে মোহাম্মদ মিঠুন সর্বোচ্চ ৬৩ রান করেন। তৃতীয় টেস্ট খেলতে নামা নাজমুল শান্তর ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান। এছাড়া লিটন দাস ৩৩ এবং অধিনায়ক মুমিনুল হক সেট হয়ে ৩০ রান করে ফিরে যান। মাহমুদুল্লাহ করেন ২৫ রান ও তাইজুল ইসলাম ফেরেন ২৪ রান করে।
প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিং বিপাকে ফেলে দিয়েছে দলকে। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি তুলে নেন ৪ উইকেট। পেসার মোহাম্মদ আব্বাস ও বাঁ-হাতি পার্টটাইম স্পিনার হারিস সোহেল দুটি করে উইকেট নেন। তরুণ গতি তারকা নাসিম শাহ নেন একটি উইকেট।