পুরো টুর্নামেন্টে অসাধারণ অবদান রাখায় অনূর্ধ্ব-১৯ বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার। তাদের প্রতিভায় মুগ্ধ হয়েছেন বিশ্বের সব ক্রিকেট বোদ্ধারা। অনেকেই মনে করছেন এই ক্রিকেটাররা খুব দ্রুতই ক্রিকেট বিশ্বকে শাসন করবে।
ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের অপরাজিত চ্যাম্পিয়ন এখন জুনিয়র টাইগাররা। এই প্রথম বিশ্বকাপের মঞ্চে শিরোপার স্বাদ নিলো বাংলাদেশ। টুর্নামেন্ট জুড়ে পারফরম্যান্সের বিচারে মনে দাগ কেটেছেন বেশ কয়েকজন তরুণ। এদের নিয়ে সেরা অনূর্ধ্ব ১৯ বিশ্ব একাদশ ঘোষণা করল আইসিসি।
এদের মধ্যে আছেন বাংলাদেশের তিনজন। আর ভারতের তিনজন। বাকিরা আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। ব্যাটিং অর্ডারের ওপর ভিত্তি করে তালিকাটি করা হয়েছে। তাদের নাম নিচে দেয়া হলো-
১) যশস্বী জয়সওয়াল
২) ইব্রাহিম জাদরান
৩) রবীন্দু রাসান্থা
৪) মাহমুদুল হাসান জয়
৫) শাহাদত হোসেন
৬) নাইম ইয়ং
৭) আকবর আলী
৮) সফিকুল্লা ঘাফারি
৯) রবি বিষ্ণোই
১০) কার্তিক ত্যাগী
১১) জেডেন সিলস
১২) আকিল কুমার