বিশ্ব বাঙালি সংঘ (বিবাস) এর পক্ষ থেকে ‘বিশ্ব বাঙালি পুরস্কার-২০১৯’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার সকাল ১০ টায় (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজ বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হবে।
বাংলাদেশ ও ভারতের ৫ জন কীর্তিমান বাঙালি পাচ্ছেন এ পুরস্কার। পুরস্কারপ্রাপ্তরা হলেন-প্রফেসর এমিরেটস সিরাজুল ইসলাম চৌধুরী (বাংলাদেশ), অধ্যাপক সুভাষ চন্দ্র মুখোপাধ্যায় (ভারত), অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (বাংলাদেশ), কবি পার্থ বসু (ভারত) এবং অধ্যাপক তপোধীর ভট্টাচার্য (ভারত, সাবেক ভিসি আসাম বিশ্ববিদ্যালয়)।
শিশুদের হাতদিয়ে এই পুরস্কার তুলে দেওয়া হবে।