ক্রিকেটীয় শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে যোজন-যোজন এগিয়ে নিউ জিল্যান্ডের মেয়েরা। সালমা খাতুনের দল নিয়ে তাই বাড়তি চিন্তা থাকার কথা নয় তাদের। তবে বাংলাদেশের স্পিন আক্রমণ নিয়ে সতর্ক নিউ জিল্যান্ড, জানালেন দলটির টপ অর্ডার ব্যাটার সুজি বেটস।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটশিকারির সেরা পাঁচের চারজনই স্পিনার। ৬৩ উইকেট নিয়ে শীর্ষে অফ স্পিনার সালমা খাতুন। লেগ স্পিনার রুমানা আহমেদের উইকেট ৫৫, আছেন দ্বিতীয় স্থানে।
কোনো সংস্করণেই এখনও মুখোমুখি হয়নি বাংলাদেশ-নিউ জিল্যান্ড। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দিয়ে পরিচিত হবে দুই দল।
পরস্পরের সঙ্গে না খেললেও বাংলাদেশের স্পিনারদের সামর্থ্য সম্পর্কে ধারণা আছে নিউ জিল্যান্ডের। বেটস জানালেন, স্পিনারদের সামলানোর দিকে মনোযোগ দিচ্ছেন তারা।
“আমি মনে করি, এই উইকেটে (মেলবোর্ন) ভালো করার মূল হচ্ছে স্পিন ভালো খেলা। বাংলাদেশ দলে মান সম্মত কয়েকজন স্পিনার আছে। আমাদের এই জায়গায় কাজ করতে হবে এবং ভালো করতে হবে। যেমন অসাধারণ ছিলাম ভারতের স্পিনারদের বিপক্ষে।”
শনিবার ভোর ছয়টায় মেলবোর্নে বাংলাদেশের সঙ্গে খেলবে নিউ জিল্যান্ড। একই মাঠে ভারতের বিপক্ষে হেরেছে দলটি। তবে ভারতীয় স্পিনারদের ভালো সামলেছে তারা।
স্পিনারদের বিপক্ষে ভালো পারফরম্যান্সের পুনরাবৃত্তি বাংলাদেশের বিপক্ষেও করতে চায় কিউইরা।