ঢাকার দিলু রোডের পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হল।
রোববার সকাল ৯টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জান্নাতুল ফেরদৌসী (৩৮)।
গত বৃহস্পতিবার অইগ্নকাণ্ডের দিন এ কে এম রুশদি নামে যে শিশুটির মৃত্যু হয়েছিল, জান্নাত তারই মা।
বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, জান্নাতের শরীরের ৯৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।
দেহের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে এখনও হাসপাতালে রয়েছেন জান্নাতের স্বামী শহিদুল কিরমানী রনি (৪৫)।
রাজধানীর ইস্কাটনের একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার ভোরে আগুন লেগে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়, দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন পাঁচজন। ছবি: আসিফ মাহমুদ অভি
শহীদুল কিরমানি রনি পুলিশ প্লাজায় ‘ভিআইভিপি এস্টেট ম্যানেজমেন্ট’ নামে একটি কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার। আর তার স্ত্রী জান্নাত বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অর্থ বিভাগে চাকরি করেন। তাদের বাড়ি নরসিংদীর শিবপুরের ইটনায়।বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় দিলু রোডে ওই ভবনের গ্যারেজে আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর শিশু রুশদিসহ তিনজনের লাশ উদ্ধার করেছিল।