কোনো রকম পূর্বাভাস ছাড়াই দমকা হাওয়াসহ বৃষ্টি হয়ে গেলো রাজধানী ঢাকায়। মঙ্গলবার ভোর থেকে আকাশ কালো করে মেঘ জমে। সকাল ৭টার পরপরই নামে মুষলধারে বৃষ্টি। সঙ্গে ছিল দমকা বাতাস। এতে ভোগান্তিতে পড়ে কর্মক্ষেত্রমুখী মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।
আবহাওয়া অধিদপ্তরের মেট্রোলজিক্যাল অ্যাসিট্যান্ট আশরাফুল আলম সমকালকে বলেন, সাতটার পরপরই দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। সকালে ঢাকায় ১৩.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, এই মৌসুমে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক। এ সময়ই কালবৈশাখী ঝড় হয়।