তাবিথের ওপর ইশরাকও নির্বাচনী ট্রাইব্যুনালে

israk-hossain-060120-01

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের পরাজিত বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ও ফলাফলের গেজেট বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন।

তার পক্ষে আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ  মঙ্গলবার সকালে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্য্যের আদালতে এ আবেদন করেন।

আগের দিন ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালও একই আদালতে গেজেট বাতিলের আবেদন করেন।

তাবিথের মত ইশরাকের আবেদনেও প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ আটজনকে বিবাদী করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় ‘অনিয়ম ও কারচুপির’ অভিযোগ করা হয়েছে সেখানে।

আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, “ফলাফলের গেজেট বাতিল করে নতুন নির্বাচনের নির্দেশনা চেয়ে আমরা এই মামলা করেছি।”

গত ১ ফেব্রয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নৌকায় তার ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোটের বিপরীতে ইশরাক ধানের শীষে পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

নির্বাচন কমিশন ৪ ফেব্রুয়ারি তাপসকে দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

Pin It