বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষের অনুষ্ঠান কিছুটা পুনর্বিন্যাস হচ্ছে। জনসমাগম এড়াতে ১৭ মার্চ প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না এবং বিদেশি অতিথিরা এই মুহূর্তে আসছেন না।
রোববার রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুজিববর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কামাল অবদুল নাসের চৌধুরী।
ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, করোনা ইস্যুতে জনস্বার্থের কারণে ১৭ তারিখের প্যারেড স্কয়ারের অনুষ্ঠান হবে না। বিদেশি অতিথিরাও এই মুহূর্তে আসবেন না। প্যারেড স্কয়ারের অনুষ্ঠান পরবর্তীতে আয়োজন করা হবে। তখন বিদেশি অতিথিরা অংশগ্রহণ করবেন।
তিনি জানান, মুজিববর্ষের ১৭ মার্চের উদ্বোধনী অনুষ্ঠান হবে তবে প্যারেড গ্রাউন্ডে বড় আকারে উদ্বোধনী অনুষ্ঠান হবে না। এছাড়া বছর জুড়ে চলবে বাকি অনুষ্ঠান ও কর্মসূচি। সোমবার মুজিববর্ষের পুনর্বিন্যস্ত অনুষ্ঠান সূচি বৈঠক করে জানানো হবে।