করোনা সতর্কতায়, সরকারি নির্দেশনা মেনে পূর্ব নির্ধারিত রংপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।
কলেজের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক জাভেদ হাসান জানান, অনেক আগে থেকেই এ অনুষ্ঠানটি নির্ধারিত ছিল। করোনা ভাইরাস সতর্কতার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগেরদিন অনুষ্ঠানটি বাতিল করেন নৌ প্রতিমন্ত্রী। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পরবর্তীতে অনুষ্ঠানটি আয়োজন করব।
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একান্ত ব্যক্তিগত সহকারী আ ন ম আহমাদুল বাশার বলেন, রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের এ অনুষ্ঠানটি অনেক আগে থেকে নির্ধারিত ছিল। করোনা সতর্কতা ও গত বুধবারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে প্রতিমন্ত্রী মহোদয় অনুষ্ঠানটি বাতিল করেছেন।
গত বুধবার সরকারি এক নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সব রকমের জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য যেসব অনুষ্ঠানে জনসমাগম হয়, সেসব অনুষ্ঠান আয়োজনের সূচি পূনর্বিন্যাস করে পরবর্তী সময়ে আয়োজন করতে হবে।