ইসলামাবাদের মসজিদে ১৪৪ ধারা জারি

pic-6-samakal-5e7884e71d33e

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মসজিদে সকল ধরণের কার্যক্রম বন্ধে ১৪৪ ধারা জারি করেছে দেশটির প্রশাসন। এর আগে ভারা কাহু অঞ্চলের দুইটি মসজিদে সিলগালা করে দেয় ইসলামাবাদ প্রশাসন।

এক সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে শবেমেরাজের সব ধরনের সমাবেশও বন্ধ করা হয়েছে। এছাড়া তাবলীগে জামায়াতের একজন বিদেশির শরীরে করোনাভাইরাস সনাক্ত হওয়ায় তাদের জমায়েতের  ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দেশটির ডেপুটি কমিশনার হামজা শাফকাত ওই মসজিদের আলেমের সমালোচনা করে রোববার টুইটারে একটা পোস্ট দেন। সেখানে তিনি জাবলিগি জামায়তের সমালোচনা করে লিখেছেন, তাদের একজনের করোনার লক্ষণ ছিল, এটা জানার পরও তারা ঘোরাঘুরি করেছে।

ডেপুটি কমিশনার শাফকাত সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, তাবলীগ জামায়ত যে মসজিদে নমাজ পড়তো সেটা জীবাণুমুক্ত ও সিলগালা করা হয়েছে। করোনায় আক্রান্ত হওয়া ওই রোগীর বাড়ি কিরগিস্তানের। তাকে হাজি ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া সিলগালা করা মসজিদে থাকা অন্যান্যদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ পর্যন্ত পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের।

Pin It