করোনা: স্পেনে একদিনে ৯৩২, ইতালিতে ৭৬৬, যুক্তরাজ্যে ৬৮৪ জনের মৃত্যু

image-142160-1585923524

করোনা ভাইরাসের মরণ থাবায় প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা। মৃত্যুর এ মিছিলে প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে স্পেন। দেশটিতে একদিনে নতুন করে ৯৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে।ইতালিতে শুক্রবার আরও ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১ জনে দাঁড়ালো।প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৬০৫ জনে দাঁড়ালো।শুক্রবার আরও ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১ জনে দাঁড়ালো।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজারের বেশি।

খবরে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। এর ইতালির পরেই করোনা ভাইরাসে ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে স্পেন।

এদিকে গোটা বিশ্বে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০০ এর বেশি অঞ্চল ও দেশ। বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৩ হাজারের বেশি মানুষ।

দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৭৮৪ জনের শরীরে পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ১৬৮ জন।

এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। এতে মারা গেছে ৫৫ হাজার ১৭০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২২ হাজার। ইন্ডিপেনডেন্ট, জনস হপকিন্স ইউনিভার্সিটি।

তবে আশার খবর দেশটিতে আক্রান্তের হার কমেছে। এখন পর্যন্ত ইতালিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৭৫৮ জন।

বিশ্বজুড়ে করোনায় মারা যাওয়ার দিক দিয়ে দেশটির অবস্থান প্রথমে। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়।

এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। এতে মারা গেছে ৫৫ হাজার ১৭০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২২ হাজার। ইন্ডিপেনডেন্ট, জনস হপকিন্স ইউনিভার্সিটি।

Pin It