১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার অনুরোধ বিজিএমইএর

rubana-huq-bgmea-budget-press-conference-16062019-0005

নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে তৈরি পোশাক কারখানাগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠনটির সভাপতি রুবানা শনিবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় গার্মেন্ট মালিকদের প্রতি এই আহ্বান জানান।

তিনি বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য সব কারখানা মালিক ভাই-বোনদের বিনীত অনুরোধ জানাচ্ছি।

“একই সাথে শ্রমিক ভাই-বোনদের এটাও আশ্বস্ত করতে চাই যে, তারা তাদের মার্চের বেতন পাবেন। এটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার কারণে কোনো শ্রমিক যাতে চাকরিচ্যুত না হন সবপক্ষকে এই অনুরোধটুকু করছি।”

দেশে করোনাভাইরাস মহামারী ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সব অফিস-আদালতে ছুটি ঘোষণা করা হলেও পোশাক কারখানার বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেয়নি সরকার।

তবে বিজিএমইএ ও বিকেএমইএ অধিকাংশ কারখানা বন্ধের সিদ্ধান্ত দিলে অনেক শ্রমিক বাড়ি ফিরে যান।

শনি ও রোববার কিছু কারখানা খোলার সিদ্ধান্ত শোনার পর শুক্রবার থেকে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার পথে রওনা হন পোশাক শ্রমিকরা। চলমান লকডাউনে দেশের রেলপথ, সড়কপথ, আকাশপথ ও নদীপথে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় শ্রমিকদের বেশিরভাগই হেঁটে রওনা হন।

তাদের পায়ে হেঁটে শত শত কিলোমিটার দূর থেকে কর্মস্থলে ফিরতে শুরু করার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। শ্রম ঘন লাখ লাখ শ্রমিকের পোশাক কারখানায় অতি সংক্রামক করোনাভাইরাসের সংক্রমণ ঘটলে কী হবে, তা নিয়ে উদ্বেগ জানান অনেকে।

দিনভর দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে শ্রমিকদের কর্মস্থলে ফিরে আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলেও ইতিবাচক উত্তর মিলছিল না রুবানা হকের কাছ থেকে। বিষয়টি তার এখতিয়ারের মধ্যে নেই বলেও বার বার বুঝিয়ে দিতে চাইছিলেন তিনি। এছাড়া সরকারি সংস্থাগুলোও যে কারখানা %

Pin It