তিনি বলেন, “লকডাউন পরিস্থিতিতে দেশের কয়েক কোটি হৃতদরিদ্র ও বেকার মানুষের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে স্বল্পমূল্যে চাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এত বড় মহামারীর মধ্যেও দুর্নীতিবাজরা এই ত্রাণসামগ্রী ও স্বল্পমূল্যের চাল আত্মসাৎ করতে ব্যস্ত।
“প্রতিদিন আমরা মিডিয়াতে যে পরিমাণ করোনাভাইরাসের রোগীর তালিকা পাচ্ছি তার চেয়ে বেশি পাচ্ছি চাল চোরের সংখ্যা। জাতির এই ক্রান্তিকালে যারা গরিবের হক মেরে খায় তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কারণ এরা দেশের শত্রু, মানবতার শত্রু। এই ধরনের পশুদের বেঁচে থাকার কোনো অধিকার নেই।”
সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি অলি আহমদ বলেন, ‘‘ এই ত্রাণসামগ্রী ও স্বল্পমূল্যের চাল সশস্ত্র বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে বিতরণ করা একান্ত প্রয়োজন। এতে করে হৃতদরিদ্র, বেকার শ্রমিকরা উপকৃত হবে এবং জনগণ শান্তিতে থাকবে।”