‌’এ উপলব্ধি আমার বহুদিনের’

jaa-samakal-5e943b3024dda

লাইট,ক্যামেরা আর অ্যাকশন- এর বাইরে আছেন বাংলাদেশসহ বিশ্বের তাবৎ শোবিজ সেলিব্রেটিরা। করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বই আজ স্থবির হয়ে আছে। সেখানে শোবিজ তারকারাও গৃহবন্দি হয়ে দিন যাপন করছেন। পাশাপাশি নিজ নিজ দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাদের সতর্ক করছেন।

বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানও বাসায় গৃহবন্দি হয়ে আছেন। তবে সাধারণ মানুষের পাশে তাকে দাঁড়াতে দেখা না গেলেও দাঁড়িয়েছেন শহরে পথে-ঘাটে ঘুরে বেড়ানো কুকুরদের পাশে।

জয়া নিজেও বাসায় কুকুর পারেন। নাম ক্লিওপেট্টা। করোনার দিনে নিজ হাতেই কুকুরটিকে খাওয়াচ্ছে,ন গোসল করাচ্ছেন বলে জানালেন তিনি।। পাশাপাশি নিজেদের ছাদবাগানেও নিয়মিত পরিচর্যা করছেন তিনি।

জয়া বলেন, ‌‌’মানুষ প্রকৃতির অংশ। তাই মানুষকে যেমন বাঁচিয়ে রাখা জরুরি, তেমনি জরুরি পশু-পাখি, গাছপালাসহ প্রকৃতির সবকিছু বাঁচিয়ে রাখা। এই উপলব্ধি আমার বহুদিনের। তাই করোনাভাইরাস আতঙ্কে যারা নিজের বাইরে আর কোনো কিছু নিয়ে ভাবছেন না, তাদের দল থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। আমার পোষা কুকুর ক্লিওপেট্রার মতো অন্যান্য প্রাণীর প্রতিও আমার ভালোবাসা একবিন্দু কম নয়।’

মানুষের মতো প্রাণীদেরও বাঁচিয়ে রাখতে হবে। নইলে পৃথিবী হারাবে তার সৌন্দর্য উল্লেখ করে জয়া বলেন, আমি হোম কোয়ারেন্টাইনে থেকে বেরিয়ে পড়েছি রাস্তায়। রাজপথের অসহায় কুকুরগুলো পর্যাপ্ত খাবার পাচ্ছে না- এটাই আমাকে ভাবিয়ে তুলেছিল।

যে জন্য মাস্ক আর গ্লাভস পরে খাবারের ব্যাগ হাতে বাসার সহযোগীকে নিয়ে দিলু রোড, ইস্কাটন গার্ডেন ও মগবাজার এলাকার বিভিন্ন স্থানে ছুটে গেছি। খাইয়েছি রাস্তার কুকুরগুলোকে। যেদিন সকালে এই কাজের কথা ভেবেছি, সেদিন থেকেই কাজটি করে যাচ্ছি। কারণ, মানুষের মতো প্রাণীদেরও বাঁচিয়ে রাখতে হবে। নইলে পৃথিবী হারাবে তার সৌন্দর্য।’

Pin It