মানবদেহে করোনার ২ ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিল চীন


tika-samakal-5e9612066e856

নভেল করোনাভাইরাস প্রতিরোধে দুটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি দিয়েছে চীন।

অন্য দেশ থেকে চীনে ফেরা মানুষের মাধ্যমে দ্বিতীয় দফায় এই ভাইরাসের সংক্রমণের মধ্যে দেশটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত এলো বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

ভ্যাকসিন দুটির উন্নয়ন ঘটিয়েছে বেইজিং ভিত্তিক সিনোভেক বায়োটেক ও উহানের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এতথ্য নিশ্চিত করে জানিয়েছে, ভ্যাকসিন দুটির পরীক্ষামূলক প্রয়োগ চালিয়ে যাওয়া হবে। ভ্যাকসিনের কার্যকারিতা সফল হলেবিশ্বব্যাপী ব্যাপক উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

হংকং ইউনিভার্সিটির প্যাথলজির ক্লিনিক্যাল প্রফেসর জন নিকলস বলেন, এই সিদ্ধান্তটি খুবই সাহসী। হঠাৎকরেই মানবদেহে ভ্যাকসিন প্রয়োগ করা যায়না। প্রথমে ছোট প্রাণী, তার পর বনমানুষ, এরপর পর্যায় ক্রমে মানব শরীরে প্রয়োগ করতে হয়।

Pin It