আক্রান্ত ২০ লাখ ৩৪ হাজার, মৃত্যু ১ লাখ ৩০ হাজার

cc-samakal-5e973b0606f3f

প্রতি মুহূর্তে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। বিশ্বের ২০ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ এখন এই ভাইরাসে আক্রান্ত।

করোনার সর্বশেষ আপডেট জানানো প্রতিষ্ঠান ওয়াল্ডমিটার বুধবার রাতে এতথ্য জানিয়েছে।

বিশ্বজুড়ে ২০ লাখ ৩৪ হাজার ৮২১ জন করোনায় আক্রান্তের পাশাপাশি এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৯৫১ জনের। এর বিপরীতে সুস্থ হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৫৬২ জন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২৬ হাজার ৩৩৪ জন, স্পেনে ১৮ হাজার ৫৭৯জন, ইতালিতে ২১ হাজার ৬৪৫ জন আর ফ্রান্সে ১৫ হাজার ৭২৯ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনার রোগী শনাক্ত হয়। এতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২৩১জন; মৃত্যু হয়েছে ৫০ জনে। ভাইরাসটির উৎসস্থল চীনে করোনার প্রভাব অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

Pin It