কৃষিপণ্য ট্রেনে পরিবহনের আহ্বান রেলমন্ত্রীর

image-148719-1588324621

টমেটো, তরমুজসহ অন্য কৃষি পণ্য স্বল্প ভাড়ায় ট্রেনে পরিবহনেরর আহ্বান জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

রেলপথমন্ত্রী বলেন, আজ থেকে পণ্য পরিবহনে ট্রেন চালু করা হয়েছে। আমাদের ট্রেনের লাগেজ ভ্যানে আপনারা শাক-সবজি পরিবহন করেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা।

এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, ময়দানদীঘি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

Pin It