বঙ্গবন্ধুর বায়োপিক: শিল্পীদের সঙ্গে চুক্তি ‘সেপ্টেম্বরের মধ্যেই’

bangabondhu-04032020-01

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবনী‌ভি‌ত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র জন্য প্রাথমিকভাবে নির্বাচিত অভিনয়শিল্পীদের সঙ্গে মার্চেই আনুষ্ঠানিক চুক্তির কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এখনও সম্ভবপর হয়নি।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ চলচ্চিত্রের বাংলাদেশ অংশের কাস্টিং ডিরেক্টর বাহাউদ্দিন খেলন এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের মার্চে শিল্পীদের সঙ্গে চুক্তির পর চলচ্চিত্রের প্রথম লটের দৃশ্যধারণের পরিকল্পনার মধ্যে করোনাভাইরাসের হানায় তা স্থগিত রাখা হয়েছে; সেপ্টেম্বর থেকে দ্বিতীয় লটের দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে পরিচালকের।

পরিস্থিতি স্বাভাবিক হলে সেপ্টেম্বরের মধ্যেই শিল্পীদের সঙ্গে চুক্তি শেষে দৃশ্যধারণ শুরু হবে বলে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট এক দায়িত্বশীল ব্যক্তি নিশ্চিত করেছেন।

লকডাউন শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে শিল্পীদের জানানো হবে বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী জানান, এর আগে মার্চের দিকে তাদের চুক্তির কথা থাকলেও তা পেছানো হয়েছে। পরবর্তীতে কবে চুক্তি হবে তা এখনও তিনি জানেন না; চুক্তির বিষয়ে এর পরে আনুষ্ঠানিকভাবে তাকে আর কিছু জানানো হয়নি।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করছেন বলিউডের বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগাল।

এ ছবিতে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে মনোনীত হিসেবে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও ছোটবেলার চরিত্রে দীঘি, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দিন আহমেদের চরিত্রে চিত্রনায়ক ফেরদৌস, এ কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ, খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবুসহ অর্ধ শত অভিনয়শিল্পীর নাম ঘোষণা করেছে বিএফডিসি।

প্রাথমিকভাবে মনোনীত অভিনয়শিল্পীদের একাংশপ্রাথমিকভাবে মনোনীত অভিনয়শিল্পীদের একাংশতবে চুক্তি হওয়ার আগে প্রাথমিক তালিকার কেউই চূড়ান্ত নন বলে গত মার্চে জনিয়েছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন।
চুক্তি হওয়ার আগে ‘প্রাথমিক তালিকায়’ ঠাঁই পাওয়া অভিনয়শিল্পীরা চলচ্চিত্রটি নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি।

কারণ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী জানান, চুক্তি হওয়ার আগে যে কোনো ঘটনাই ঘটতে পারে। তাই চুক্তি হওয়ার আগে কিছুই বলতে চান না তিনি।

যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ ছবির বাজেটের ৬০ ভাগ বাংলাদেশ ও ৪০ ভাগ দেবে ভারত; এখনও বাজেট চূড়ান্ত করা হয়নি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

ছবিতে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনায় থাক‌ছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

Pin It