প্রাক-প্রস্তুতি নিচ্ছে বিসিবি

Untitled-15-samakal-5eb2ebd808e04

একটু একটু করে শিথিল হচ্ছে দেশের কার্যক্রম। অফিস-আদালত আংশিকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে আশার আলো দেখছেন ক্রীড়া সংশ্নিষ্টরাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন করোনাভাইরাসের প্রভাব কমার পর অফিস খোলার। বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ নিয়ে নিয়মিত অনলাইন সভা হচ্ছে বিভাগীয় ম্যানেজারদের। সরকার খেলাধুলা উন্মুক্ত করে দিলে সীমিত পরিসরে অফিস খোলা হবে বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী। সেক্ষেত্রে জুনের প্রথম সপ্তাহ থেকে বিসিবি অফিস খোলা হতে পারে।

১৬ মার্চ প্রজ্ঞাপন জারি করে দেশে সব ধরনের খেলাধুলা স্থগিত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবি ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত করে ১৮ মার্চ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম লকডাউন ঘোষণা করা হয় সরকারি ছুটি ঘোষাণার আগে। মাঠকর্মী ও নিরাপত্তা সদস্য স্টেডিয়ামে কর্মরত থাকলেও কর্মকর্তারা অফিসিয়াল কাজকর্ম করছেন অনলাইনে। ক্রিকেট খেলুড়ে দেশ ছাড়াও আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বৈঠক করছেন সংশ্নিষ্টরা। এ ব্যাপারে বিসিবি সিইও বলেন, ‘সব কিছু চলমান আছে। আমরা অপারেশনাল পর্যায়ে মিটিং করি নিয়মিত। আইসিসির সঙ্গে মিটিং হচ্ছে। সংশ্নিষ্ট বোর্ড পরিচালকদের সঙ্গেও যোগাযোগ আছে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়, সে অনলাইনে সেটা করে ফেলে। অফিস খোলার পর কী ব্যবস্থা নেওয়া হবে, সেগুলো নিয়ে কাজ করছি। বিশেষ করে স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবির মেডিকেল বিভাগকে প্রোটোকল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্নিষ্ট বিভাগ সেটা করছে।’

‘এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেশন প্রোটোকল’ তৈরি করে মঙ্গলবার অনলাইন প্রেজেন্টেশন দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানান, বিভাগীয় ম্যানেজারদের এসওপি দিয়েছেন। ম্যানেজাররা কোনো পরিবর্তনের সুপারিশ করলে সেগুলো পর্যালোচনা করে এসওপি অনুমোদন করা হবে। বিশেষ করে বিসিবি অফিস খোলা হলে যে বিষয়গুলো প্রতিনিয়ত সামনে আসতে পারে, তার সুষ্ঠু ব্যবস্থাপনার পরিকল্পনা করা। তিনি বলেন, ‘বিজিএমইএ সুন্দর একটা এসওপি করেছে। সেটার সঙ্গে ব্র্যাকের প্রোটোকল নিয়ে আমি একটা এসওপি করেছি। আপাতত অফিস প্রোটোকল তৈরি করা হলো। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তীতে খেলার প্রোটোকল তৈরি করা হবে।’

দেবাশীষ চৌধুরী জানান, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে খেলা ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। আর সেটি করা হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দিকনির্দেশনা মেনে। তিনি বলেন, ‘মাঠে খেলা ফেরাতে অনেক কিছু বিবেচনায় নিতে হবে। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, মাঠকর্মীদের করোনাভাইরাস পরীক্ষার ব্যাপার চলে আসবে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে খেলা ফেরানোর কথা উঠেছে। ডিপিএল হলো ক্লাবের খেলা। সেক্ষেত্রে ক্লাবগুলোকে একটা প্রক্রিয়ার মধ্যে আনার ব্যাপার আছে। করোনাভাইরাসের টেস্ট করতে হলে সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব হবে না। ১১ মে আইসিসির মেডিকেল বিভাগের সভা হবে। সেখানে এই ইস্যুগুলো নিয়ে কথা হবে। আইসিসিও খেলা শুরু করতে চায়। তারা একটি দিকনির্দেশনা তৈরি করছে। ওটা হয়ে গেলে বিসিবির জন্য কাজটা সহজ হবে।’

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিসিবি অফিস খোলার ব্যাপারে কোনো তাড়াহুড়ো নেই। সরকারের নির্দেশ পাওয়ার পর উদ্যোগ নেবে তারা। বিসিবি অফিস জুনে খোলা হলেও খেলা শুরু করতে আগস্ট সেপ্টেম্বর লেগে যেতে পারে। দেবাশীষের মতে, ‘একটা লম্বা সময় বিরতি দিয়ে মাঠে ফিরবেন ক্রিকেটাররা। প্রথম দিকে ফিটনেস এবং স্কিল নিয়ে কাজ হবে। খেলোয়াড়দের প্রস্তুত হতে এক দুই মাস লাগবে। খেলা শুরু হতে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।’ মাঠের খেলা ফিরতে দেরি হলেও বিসিবির প্রাক-প্রস্তুতি আশার আলো দেখাচ্ছে।

Pin It